ইতালিকে হারালো ভারতীয় ছোটরা । গণশক্তি - Sports Gallery

Sports Gallery

খেলাধুলার সব খবর, একসাথে হাতের মুঠোয়

ইতালিকে হারালো ভারতীয় ছোটরা । গণশক্তি

Share This

আরিজো (ইতালি), ১৯শে মে—ঐতিহাসিক ম্যাচ জিতলো ভারতীয় যুব দল। যুব বিশ্বকাপের আগে যা বাড়তি উদ্যম দেবে ভারতীয় শিবিরকে। যুব বিশ্বকাপের প্রস্তুতির জন্য চলতি বছরের শুরু থেকেই ইউরোপীয় দলগুলির সঙ্গে একের পর এক ম্যাচ খেলছে ভারতীয় ছোটরা।
বেনফিকা, স্পোর্টিং লিসবনের মতো দলগুলির সঙ্গে হয় হেরেছে নয়তো ড্র করেছে। কিন্তু শুক্রবার ইতালির মতো বড় দলের বিরুদ্ধে প্রথম জয়ের স্বাদ পেল ভারতীয় ছোটোরা। ইতালির যুব দলের বিরুদ্ধে ২-০ গোলে জিতলো লুইস নর্টন ডি মাটোসের দল।

নিকোলাই অ্যাডামের প্রশিক্ষণে দীর্ঘদিন খেলার পর, বিতর্কের সৃষ্টি হয়। গ্রানাৎকিন কাপে রাশিয়া, বেলারুশ, ইরানের মতো দলের কাছে শোচনীয়ভাবে পরাজিত হয়। তারপরই ফেব্রুয়ারি মাসেই নতুন কোচ হিসেবে পর্তুগালের নর্টন ডি মাটোসকে দায়িত্ব দেওয়া হয়। মাটোসের প্রশিক্ষণে ভারতীয় খুদেরা প্রথম বড় জয়ের স্বাদ পেল। আজ্জুরি ফুটবলারদের উপর শুরু থেকেই চাপ রাখে ভারতীয় ছোটরা। ম্যাচ শুরুর ৮মিনিটের মাথায় কোমল থাতালের শট বার ঘেঁষে বেরিয়ে যায়। পাঁচ মিনিট পরই আবার অনিকেত যাদবের শট বাঁচান ইতালির গোলরক্ষক। আর ৩১ মিনিটে অভিজিৎ সরকারের শট ইতালির ডিফেন্ডারের পায়ে লেগে গোলে প্রবেশ করে। ভারত এগিয়ে যায় প্রথমার্ধেই। দ্বিতীয়ার্ধেও একাধিকবার গোল করার পরিস্থিতি তৈরি করেছিল ভারতীয় ছোটরা। অবশেষে ম্যাচ শেষের দশ মিনিট আগে রাহুল প্রবীণ স্কোরলাইন দ্বিগুণ করে। ফলে যুব বিশ্বকাপের আগে ভারতীয় খুদেরা অনেকটাই আত্মবিশ্বাস পেল। ইতালি যদিও যুব বিশ্বকাপের ছাড়পত্র আদায় করতে পারেনি। তবুও বুঁফো, চিয়েলিনিদের উত্তরসূরিরা যথেষ্টই শক্তিশালী। আর এই শক্তিশালী দলকে হারিয়ে ভবিষ্যতের রসদ জোগাড় করলো অভিজিৎ, রাহুলরা।

No comments:

Post a Comment

Pages