আই এস এলে কোচের দৌড়ে এগিয়ে অ্যাশলি ওয়েস্টউড, খেলার জন্য ইউ বি গ্রুপ ২৫ কোটি দিতে রাজি ইস্ট বেঙ্গলকে | বর্তমান - Sports Gallery

Sports Gallery

খেলাধুলার সব খবর, একসাথে হাতের মুঠোয়

আই এস এলে কোচের দৌড়ে এগিয়ে অ্যাশলি ওয়েস্টউড, খেলার জন্য ইউ বি গ্রুপ ২৫ কোটি দিতে রাজি ইস্ট বেঙ্গলকে | বর্তমান

Share This
নিজস্ব প্রতিনিধি,কলকাতা: ইন্ডিয়ান সুপার লিগে (আই এস এল) ইস্ট বেঙ্গলের খেলা প্রায় নিশ্চিত। ইস্ট বেঙ্গল বুধবারই বিড পেপার তুলেছে। বৃহস্পতিবার সন্ধ্যায় শান্ত মিত্রর স্মরণসভার পর সেই বিড পেপার নিয়ে ইস্ট বেঙ্গলের শীর্ষ কর্তারা নিজেদের মধ্যে আলোচনা করেন।
পরামর্শ নেওয়া হয় ইউ বি গ্রুপের প্রতিনিধির। ইউ বি গ্রুপের শীর্ষ কর্তা তথা ইউনাইটেড ফুটবল টিম প্রাইভেট লিমিটেডের অন্যতম ডিরেক্টর শেখর রামমূর্তির সঙ্গেও যোগাযোগ রেখে চলেছেন লাল- হলুদের শীর্ষ কর্তারা। ইউ বি গ্রুপের কাছে আইএসএলে খেলতে হলে ইস্ট বেঙ্গলের দাবি কমপক্ষে তিন গুণ অর্থ। যার দরুণ ইস্ট বেঙ্গল ২৫ কোটি দাবি করছে। ইউ বি গ্রুপের বেঙ্গালুরুর কর্তারাও মোটামুটি রাজি। আইএসএলে খেলতে হলে মোটা অর্থ দিয়ে দরপত্র জমা দিতে হবে। আছে ফ্র্যাঞ্চাইজি ফি’র ব্যাপারটি। এরপর প্রায় ১২- ১৩ কোটি বাজেটে ফুটবল দল গড়তে হবে। তবে আই লিগের চেয়ে আইএসএলে খেললে প্রশাসনিক খরচ বেশি। আইএসএলে দল নামাতে হলে ১৫ কোটি ফ্র্যাঞ্চাইজি ফি সহ খরচ প্রায় ৩৮ কোটি। ইউ বি গ্রুপ যদি ২৫ কোটি দেয়, তবে ইস্ট বেঙ্গলের ঘাটতি ১৩ কোটি। লাল-হলুদের কর্তারা সারদা পরবর্তী কালে আই লিগে দল নামিয়ে গত তিন বছর কো- স্পনসর যোগাড় করেছে। আইএসএলে কো-স্পনসরের স্লট আই লিগের থেকে বেশি। চারটি কো- স্পনসরের লোগো জার্সিতে রাখা যেতে পারে। স্টেডিয়ামে ফ্যান জোন থাকার ‘অপশন’ আছে। কো-স্পনসর জোগাড়ে ইস্ট বেঙ্গলের এক শীর্ষ কর্তা বেশ বুদ্ধিমানের মতোই ‘মুভ’ করে থাকেন। এবারও করছেন।। তাই ইউ বি গ্রুপ ২৫ কোটির ব্যাপারে সবুজ সংকেত দিলে ইস্ট বেঙ্গল আইএসএলে খেলার মতো অর্থ সাহায্য জোগাড় করতে পারবে। ইস্ট বেঙ্গল কর্মসমিতির বেশ কিছু সদস্য কিছু ডোনেশনও দেন প্রতিবছর। বিড পেপার জমা দেওয়ার জন্য প্রথম বছর খরচ বেশি পড়ে। ক্লাবে সামনেই নির্বাচন। বিরোধীরা ছত্রভঙ্গ। তারা যা করতে চলেছেন তা হল ইস্ট বেঙ্গলে ইলেকশন বোর্ড গঠিত হলে লোধা কমিটির রায়কে সামনে রেখে হাইকোর্টে একটি জনস্বার্থ মামলা দায়ের। তাদের বক্তব্য হবে সচিব- সহ সচিব- ফুটবল সচিব পদে দীর্ঘ ১৫ বছর একই ব্যক্তি কেন? ইস্ট বেঙ্গল তাই নতুন কমিটিতে ওই তিন পদে নতুন মুখ আনতে পারে। করা হবে কসমেটিক চেঞ্জ। এতে নির্বাচন নিয়ে বিরোধীরা মামলা করলেও কোনও অসুবিধা হবে না। নতুন কমিটিতে চার সহ সভাপতি মনোনীত হবেন। তাঁরা মোটা ডোনেশন দেবেন। তা‌ই ইউ বি ২৫ কোটি দিলে আইএসএলে খেলার জন্য কাঙ্খিত ৩৮ কোটি জোগাড় করতে ইস্ট বেঙ্গলের ব্লু-প্রিন্ট তৈরি। ইস্ট বেঙ্গল কর্তারা বুদ্ধিমত্তার সঙ্গে বর্তমান দলের প্রায় আটজন পাতে দেওয়ার মতো ফুটবলারের সঙ্গে দুই বছরের চুক্তি করে রেখেছেন। তাই টিম করতে ১০-১১ কোটিই যথেষ্ট। ফুটবল টিমের খরচ কমাতে চার বিদেশির মধ্যে দুই জন বা তিনজনকে আনা হবে সেপ্টেম্বরে।‘ আটে আট’ করার লক্ষ্যে ইস্ট বেঙ্গল তাই একটু কমজোরি টিম খেলাবে কলকাতা লিগে। দল গড়া হচ্ছে মনোরঞ্জন ভট্টাচার্যর তালিকা অনুসারে। তাঁর তালিকায় আছেন আল আমনা, আলবিনো গোমস, জয়েশ রানে, আশুতোষ মেহতা। আইজল এফ সি’র দলটিকে ভাঙাই তাঁদের প্রাথমিক লক্ষ্য। মনোরঞ্জন- ভাস্কর- তুষার টেকনিক্যাল কমিটির সদস্য হিসাবে টিমের সঙ্গে থাকবেন। ইউ বি গ্রুপের কাছে দল গড়ার ব্যাপারে এই তিনজনকেই প্রজেক্ট করা হয়েছে। কোচ হিসাবে রঞ্জন চৌধুরি বা মৃদুল ব্যানার্জিরা কলকাতা লিগে থাকবেন। তবে আইএসএলে চাই প্রো-লাইসেন্স কোচ। এক নম্বরে আছেন অ্যাশলি ওয়েস্টউড।

No comments:

Post a Comment

Pages