ইস্টবেঙ্গলে আমনা - সৌমিত্র কুমার রায় | আজকাল - Sports Gallery

Sports Gallery

খেলাধুলার সব খবর, একসাথে হাতের মুঠোয়

ইস্টবেঙ্গলে আমনা - সৌমিত্র কুমার রায় | আজকাল

Share This

কটক:ঘর ভাঙতে শুরু করল আই লিগ চ্যাম্পিয়ন আইজলের!
সব কিছু ঠিকঠাক থাকলে দলবদলের মরশুমের শুরুতেই বাজিমাত করছে ইস্টবেঙ্গল। আইজলের সিরিয়ান মিডফিল্ডার আল আমনাকে খেলতে দেখা যাবে লাল–হলুদ জার্সিতে।

দলবদলের বাজারে নিঃসন্দেহে চমক। চলতি মরশুমে আইজলের হয়ে সবচেয়ে ধারাবাহিক পারফরমেন্স করছেন আমনা। দেরি করেননি লাল–হলুদ কর্তারা। মরশুম শেষ হওয়ার আগেই আমনার সঙ্গে কথাবার্তা অনেকটাই এগিয়েছে। এ খবরের সত্যতা নিজেই স্বীকার করেন সিরিয়ান মিডফিল্ডারটি। আইজলের প্রাক্তন কোচ জহর দাস বলেছিলেন, ‘আই লিগ চ্যাম্পিয়ন হওয়ার পিছনে ৫০ শতাংশ অবদান আমনার। প্রচণ্ড ওয়ার্কলোড নিয়ে খেলে।’ ম্যাচে আইজলের মিডফিল্ডে খেলা পরিচলনা করতেন তিনি। আই লিগে মোহনবাগানের বিরুদ্ধে দুর্দান্ত পারফরমেন্স করেছিলেন। পাহাড়ে ম্যাচটা ১–০ হেরেছিল বাগান। ওই ম্যাচের পরই কলকাতা থেকে ইস্টবেঙ্গল কর্তারা আমনার সঙ্গে সামনের মরশুমের চুক্তি নিয়ে কথা বলেন।
মঙ্গলবার সকালে আইজল থেকে ফোনে তিনি বলেন, ‘সামনের মরশুমে আমি কলকাতা যাচ্ছি।’ ইস্টবেঙ্গলের সঙ্গে কথা কতটা এগিয়েছে? আমনার কথায়, ‘চুক্তি ৮০ শতাংশ প্রায় পাকা হয়ে গেছে। আগামী এক সপ্তাহের মধ্যে চূড়ান্ত হয়ে যাবে।’ শোনা যাচ্ছে, ওয়েডসন, বুকেনিয়া ও প্লাজা— তিন বিদেশির কাউকেই রাখছে না ইস্টবেঙ্গল। সেই জায়গায় প্রথমেই আমনাকে তুলে নিয়ে কিছুটা নিশ্চিন্ত হতে চাইছেন ক্লাবকর্তারা। আমনার সঙ্গে যা কথা হয়েছে, তাতে কলকাতা লিগের শুরু থেকেই তঁাকে খেলতে দেখা যেতে পারে। তবে চুক্তিতে এমনও শর্ত থাকছে যে, আইএসএলের প্রস্তাব পেলে আমনাকে ছেড়ে দেবে ইস্টবেঙ্গল। ফোনে আমনা বলেন, ‘দেশে ফেরার আগে আগামী ৪–৫ দিনের মধ্যে কলকাতা যাব। কর্তাদের সঙ্গে বসে চুক্তির বিষয়টা ফাইনাল করব।’
আমনা আইজলে এখন ছুটি কাটাচ্ছেন। ইস্টবেঙ্গলের প্রসঙ্গে বললেন, ‘ইস্টবেঙ্গল কলকাতার বড় টিম। আমি রেসপেক্ট করি। তবে ভারতে আসার আগেও বড় ক্লাবে আমি খেলেছি। তবে কলকাতার কোনও বড় ক্লাবে খেলা আমার ইচ্ছে ছিল।’ পাশাপাশি ঢাকা আবাহনীর স্ট্রাইকার এমেকা ডার্লিংটনকে প্রস্তাব দিচ্ছে ইস্টবেঙ্গল। ক্লাবের একটা অংশ তঁাকে চাইছে। ঢাকা আবাহনীর হয়ে কলকাতায় এএফসি কাপের ম্যাচেও খেলে গেছেন এমেকা। আইজলের বাকি দুই বিদেশি আলফ্রেড জারাইন ও কিংসলেকে প্রস্তাব দিয়েছে মহমেডান। তবে ওই দু’জন বিদেশি আইজল ছাড়বেন কি না, এখনও ঠিক করেননি।‌

No comments:

Post a Comment

Pages