লাল-হলুদের দুঃসময়ে কর্তাদের গোষ্ঠীদ্বন্দ্বের চোরাস্রোত | বর্তমান - Sports Gallery

Sports Gallery

খেলাধুলার সব খবর, একসাথে হাতের মুঠোয়

লাল-হলুদের দুঃসময়ে কর্তাদের গোষ্ঠীদ্বন্দ্বের চোরাস্রোত | বর্তমান

Share This

আই লিগে ইস্ট বেঙ্গলের দুর্দশার সুবাদে শাসক গোষ্ঠীর মধ্যে ক্ষমতার লড়াইয়ের চোরাস্রোত প্রকাশ্যে চলে এসেছে। এ ব্যাপারে তথাকথিত ময়দানের বিরোধী শিবিরে থাকা কর্তারা বলছেন, ‘সেই রেষারেষিটা শাসক গোষ্ঠীর মধ্যে কয়েকজন তৈরি করার চেষ্টা করছেন।
ক্ষমতার ক্ষীরের স্বাদ চেখে দেখার জন্য। বর্তমানে দুই শীর্ষ কর্তা দেবব্রত সরকার ও ফুটবল সচিব সন্তোষ ভট্টাচার্যের মধ্যে বিরোধ লাগিয়ে দেওয়ার চেষ্টা করছেন ক্লাবের সঙ্গে অনেকদিন ধরে জড়িয়ে থাকা গুটিকয়েক কর্তা। যাঁরা সন্তোষ ভট্টাচার্যের হাত ধরে ক্লাবে আসা কর্তাদের দল পরিচালনায় ছড়ি ঘোরানোটা কিছুতেই মেনে নিতে পারছেন না। দুই শীর্ষ কর্তাই খুব ভালো বন্ধু। বরং দুই কর্তাকে ধরে যারা ক্লাবে নিয়মিত ঘোরাফেরা করেন, তাঁরাই এই কলহ তৈরি করার চেষ্টা করছেন। একটা কথা পরিষ্কার, ইস্ট বেঙ্গলের ফুটবল সচিব প্রতিবার দল গঠনে নিজের পকেট যে টাকা খরচ করেন, তা দেওয়ার ক্ষমতা অন্য কারও নেই।
আসন্ন নির্বাচনে শাসক গোষ্ঠীর মধ্যে কিছু পদে নতুন মুখ দেখা যেতে পারে। এর বেশি কিছু হবে না। এই বদ্ধমূল ধারণা ময়দানের বিরোধী আখড়ায়। তাঁদের সাফ কথা, ‘ময়দান থেকে যখন খেলাটা উঠে গিয়ে কল্যাণী, বারাসত, হাওড়া, গয়েশপুর, কল্যাণীতে চলে গিয়েছে তখন থেকেই বিরোধী হাওয়ায় জোর কমতে শুরু করেছে। মরগ্যানকে নিয়ে ইস্ট বেঙ্গল ক্লাবে কী ঝামেলা হল, তার জন্য ইস্ট বেঙ্গলের নির্বাচন প্রভাবিত হবে না।’
আপাতত আই লিগে শেষ তিনটি ম্যাচ জিতে সম্মানজনক জায়গায় থাকাই লক্ষ্য ইস্ট বেঙ্গলের। লিগের শেষ তিনটি ম্যাচ ব্রিটিশ কোচের কাছে অ্যাসিড টেস্ট। সেখানে শোচনীয় ফল করলে ইস্ট বেঙ্গল কর্তারা ফেডারেশন কাপের জন্য বিকল্প কোচ ভাববেনই। মরগ্যানের জন্য আর্থিক ক্ষতিপূরণ স্বীকার করেও। কোচ বদলের হাওয়ায় অনেকের নাম উঠছে। কোনও কোনও কোচ এই সুযোগে নিজের নাম ভাসিয়ে দিতে চাইছেন। আসরে নেমে পড়েছেন নিজের রাজ্য গোয়ায় গুরুত্ব না পাওয়া আলভিটো ডি’কুনহা। তিনি আবার আর্মান্দো কোলাসোকে ইস্ট বেঙ্গল কোচের পদে বসাতে সচেষ্ট।
রবিবার বারাসত স্টেডিয়ামে বিকেল সাড়ে চারটে থেকে ডিএসকে শিবাজিয়ান্সের বিরুদ্ধে খেলবে ইস্ট বেঙ্গল। শনিবার বাংলা নববর্ষের দিনে ইস্ট বেঙ্গলের বারপুজো। সেদিন আগামী মরশুমের অধিনায়ক হিসাবে স্টপার অর্ণব মণ্ডলের নাম ঘোষিত হবে। সহ-অধিনায়ক হচ্ছেন লালরিনডিকা রালতে। দু’জনেই ২০১২ সাল থেকে টানা লাল-হলুদে খেলছেন।
ময়দানের বিরোধী হাওয়া বলছে, ‘আগামী বছর আইএমজিআরের হাতে দুই প্রধানের ফুটবল বিভাগ চলে যেতে পারে। যদি হয়, তাহলে আইএমজিআর ফুটবল বিভাগের অফিস কলকাতার বাইরে নিয়ে যাবে। ফলে শুধু শুধু ইস্ট বেঙ্গলের প্রশাসনিক বিষয়ে মাথা গলিয়ে লাভ কী?’
আজ চার্চিলের মুখোমুখি আইজল
ভাস্কো (গোয়া), ১৪ এপ্রিল: শনিবার আই লিগের গুরুত্বপূর্ণ ম্যাচে আইজল এফ সি’র মুখোমুখি হচ্ছে চার্চিল ব্রাদার্স। লিগ টেবলে এক ও দুই নম্বরে থাকা যথাক্রমে মোহন বাগান ও আইজল এফ সি’র পয়েন্ট ১৫ ম্যাচে ৩০। তবে হেড টু হেডে এগিয়ে সবুজ-মেরুন।
শনিবার ডেরেক পেরেরা প্রশিক্ষণাধীন চার্চিল ব্রাদার্সের বিরুদ্ধে ম্যাচে খালিদ জামিলের আইজল পয়েন্ট খোয়ালে লাভ মোহন বাগানের। চার্চিলের কোচ এদিন জানিয়েছেন, ‘ঘরের মাঠে আইজল এফসি’র বিরুদ্ধে চ্যালেঞ্জ ছুঁড়ে দিতে তৈরি আমার ফুটবলাররা।’
উল্লেখ্য, সবুজ-মেরুন সমর্থকদের নজর থাকবে এই ম্যাচের দিকে। বাংলা নববর্ষে শিলংয়ে বেঙ্গালুরু এফ সি’র বিরুদ্ধে খেলবে লাজং এফ সি। ১৫ ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে লিগ টেবলে পঞ্চম স্থানে রয়েছে বেঙ্গালুরু এফ সি। ১৫ ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে থংবই সিংটোর প্রশিক্ষণাধীন লাজং রয়েছে চতুর্থ স্থানে।

No comments:

Post a Comment

Pages