খাদের ধার থেকে ম্যাচ দেখা যাবে | আনন্দবাজার পত্রিকা - Sports Gallery

Sports Gallery

খেলাধুলার সব খবর, একসাথে হাতের মুঠোয়

খাদের ধার থেকে ম্যাচ দেখা যাবে | আনন্দবাজার পত্রিকা

Share This

রং বদলে গিয়েছে আইজলের!
আই লিগ খেতাবের সামনে আইজল এফসি। শনিবার মোহনবাগানের বিরুদ্ধে ২-০ জিতলেই এক ম্যাচ আগে স্বপ্নপূরণ ভারতীয় ফুটবলের ‘লেস্টার সিটি’র। উন্মাদনা তাই তুঙ্গে। শহরের বেশির ভাগ ট্যাক্সিতেই আর্সেনাল, চেলসি, বার্সেলোনার স্কার্ফের সঙ্গে ঝুলছে আইজলের লাল পতাকা। পুরুষ থেকে মহিলা। শিশু থেকে বৃদ্ধ— অধিকাংশের পরণে লাল জার্সি।

মাত্র আট হাজার দর্শকাসনের রাজীব গাঁধী স্টেডিয়ামের সমস্ত টিকিটই দু’দিন আগে শেষ হয়ে গিয়েছে। তা-ও ভিড় কমছে না। মিজোরাম ফুটবল সংস্থার প্রধান জানালেন, শুধু আইজল নয়। মিজোরামের অন্যান্য অঞ্চল থেকেও প্রচুর দর্শক আসছেন খেলা দেখতে। এ ছাড়া প্রায় পাঁচশ মোহনবাগান সমর্থকেরও আসার কথা। এই পরিস্থিতিতে টিকিট সমস্যার সমাধান করতে অভিনব পরিকল্পনা নিয়েছে আয়োজক আইজল এফসি।
রাজীব গাঁধী স্টেডিয়ামে গ্যালারি শুধু এক অংশে। এক দিকে পাহাড়। অন্য দু’দিকে গভীর খাঁদ। স্টেডিয়ামের ফেন্সিং ও খাদের মাঝখানে যে জায়গা রয়েছে, সেখান থেকে খেলা দেখার ব্যবস্থা করছে তারা। তবে দর্শকদের ম্যাচ দেখতে হবে দাঁড়িয়ে! বসার ব্যবস্থা নেই বলে টিকিটের দামও মাত্র তিরিশ টাকা। সেই টিকিটও শেষ।

No comments:

Post a Comment

Pages